সড়ককে জনসাধারণের জন্য নিরাপদ করার জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউটদের ক্ষুদ্র প্রচেষ্টা-২০১৮
Profile picture for user Jannata_1
Bangladesh

সড়ককে জনসাধারণের জন্য নিরাপদ করার জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউটদের ক্ষুদ্র প্রচেষ্টা-২০১৮

বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ নিষ্পাপ প্রাণ সড়ক দুর্ঘটনায় নিজেদের জীবন হারায়।বাংলাদেশের মতো একটি মধ্যবিত্ত রাষ্ট্রে এই মৃত্যু সংখ্যা অনেক।সড়ক দুর্ঘটনার অন্যতম মূল কারণ ট্রাফিক আইন না মানা। তাই জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য প্রথমবারের মতো ট্রাফিক পুলিশদের সহায়তায় এগিয়ে এসেছে স্কাউটসরা। সকলের উচিত ট্রাফিক আইন মেনে চলা।
Started Ended
Number of participants
300
Service hours
630000
Topics
Youth Programme
Personal safety
Legacy BWF
Youth Engagement
Good Governance

Share via

Share