সবুজে ভরে উঠুক পৃথিবী, রোপণ হোক মানবতার বীজ

প্রকৃতি আমাদের জীবন ও জীবিকার মূলভিত্তিয়,এই বোধ আমাকে সবসময় পরিবেশের জন্য কিছু করতে উৎসাহিত করেছে। দিনে দিনে গাছপালা কমে যাওয়া, বায়ুদূষণ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেখে আমার মনে হয়েছে, পরিবেশ রক্ষা এখন আর বিলাসিতা নয় এটি দায়িত্ব। এই ভাবনা থেকেই আমি ২০২৫ সালের বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে অংশগ্রহণ করি।
আমাদের এই ৫দিনের প্রকল্পে আমরা গ্রামের বিভিন্ন অঞ্চল ও রাস্তার পাশে গাছ রোপণ করেছি ।এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ থাকিনি।আমরা একটি সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছি। গাছের উপকারিতা ও পরিবেশ রক্ষায় তার ভূমিকা সম্পর্কে স্থানীয় জনগণকে অবগত করেছি। স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক ও দোকানদারদের সঙ্গে সংলাপের মাধ্যমে আমরা সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল গাছ যেন শুধু রোপণ না হয়, বরং একটি দায়িত্ববোধের প্রতীক হয়ে ওঠে।
এই কর্মসূচিতে অংশ নিয়ে আমি বুঝেছি, দায়িত্বশীলতা কেবল নিজের কাজ ঠিকমতো করা নয় বরং অন্যদের সঠিক পথে অনুপ্রাণিত করাও এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রকৃতির সেবায় কাজ করতে গিয়ে আমি ধৈর্য, পরিকল্পনা ও সহযোগিতার মূল্য শিখেছি। এই অভিজ্ঞতা আমাকে বিশ্বাস করিয়েছে, সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
Started Ended
Number of participants
20
Service hours
15
Beneficiaries
15
Topics
Healthy Planet
Nature and Biodiversity
Youth Programme

Share via

Share