Profile picture for user wmdsolaiman@gmail.com
Bangladesh

সবার জন্য কোরবানি

কোরবানি মানে ত্যাগ । এদিন সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি দেয় । কোরবানি মাংস ৩ ভাগে ভাগ করা হয় একভাগ নিজের এক ভাগ আত্মীয়-স্বজনের এবং অন্য ভাগ গরীব দুঃখীদের জন্য। গরীবেরা সেখান থেকে তাদের ভাগ মাংস পাই। উক্ত কোরবানির মাংস যেন তারা সমানভাগে সবাই মিলে পায় সেজন্য উক্ত প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল।

উক্ত প্রকল্পটি লটারি নামে রোটারি নামের একটি সংস্থা গ্রহণ করেছিল। আমরা সেখানে আমাদের রোভার স্কাউট গণ দিয়ে তাদের প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করতে সাহায্য করেছিলাম। যেন উক্ত প্রোগ্রামটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।

আমরা প্রতিটি পরিবারকে এক কেজি করে মাংস দিয়েছিলাম। উক্ত মাংসে তার পরিবারের সদস্যগণ একবেলা তৃপ্তি মতো খেতে পারত।।। আমরা প্রায় ১৫০ টি পরিবারকে মাংস বিতরণ করেছিলাম। ১৫০ জন সহ পরিবারের প্রতিটি ব্যক্তি উপকৃত হয়েছিলেন। উক্ত প্রকল্পে কারো উপর খারাপ প্রভাব পড়েনি।

উক্ত প্রকল্পের মাধ্যমে আমি শিখলাম । ধনী গরিব ভেদাভেদ দূর করে সকলে মিলে মিশে চলতে হয়।' সমাজের একাংশ অপরংশকে বাদ দিয়ে কখনো চলা যায় না। সবাই মিলে মিশে চললে প্রকৃত শান্তি সমাজে বিরাজ করে। কখনো ধনী গরিবের ভেদাভেদ করবো না ,সকলে মিলে মিশে চলাচল করবে।

Number of participants
1
Service hours
50
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Civic engagement
Humanitarian action
Youth Engagement

Share via

Share