সবার জন্য ঈদ ২০২০
প্রতি বছরের ন্যায় এবারও ২৩-২৪ মে, ২০২০ ইং "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" এর উদ্যোগে "সবার জন্য ঈদ - ২০২০" কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এবার দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের প্রচলিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রতিবছর ইদ উপলক্ষে আমরা যেসব উপকরণ ইদ উপহার হিসেবে দিতাম তার সাথে এবার যোগ করা হয়েছে চাল-ডাল ও নিত্য প্রয়োজনীয় উপকরণ। এক স্হানে যেন বেশি ভীড় না হয় তাই সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫টি পয়েন্টে (জুরাইন, ডেমরা, যাত্রাবাড়ী, আজিমপুর, সায়দাবাদ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীচর, সিক্কাটুলি, মালিবাগ, বাড্ডা, মগবাজার, গোড়ান, হাজীপাড়া, হাতিরঝিল, দয়াগঞ্জ) মোট ১১০টি পরিবারের নিকট ইদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়
এছাড়াও ৪টি অস্বচ্ছল পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হয়। প্রতি পরিবারকে ৫০০ টাকা করে প্রদান করা হয়।
ইদ সামগ্রী হিসেবে প্রতি পরিবার পেয়েছে চাল, আটা, সয়াবিন তেল, মুশুরের ডাল, পেঁয়াজ, আলু ,লবণ, লাচ্ছা সেমাই, সেমাই, চিনি, গুড়া দুধ, নুডুলস, সাবান,এছাড়াও বাচ্চাদের জন্য মেহেদি, চকলেট, ওয়েফার, হরলিক্স মিনি প্যাক ও বিস্কুট।
"আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" এর গ্রুপ কমিটির সকল সম্মানিত সদস্য, দলের রোভার, স্কাউট এবং পরিচিত-অপরিচিত যারা আমাদের এই ইভেন্টটি সফলভাবে বাস্তবায়ন করতে সহায়তা করেছেন তাদের সবার জন্য মনের অন্তঃস্থল থেকে শুভ কামনা, শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।