সাপ্তাহিক ক্রু-মিটিং -২০১৯
গত ২০ জুলাই ২০১৯ প্রতি বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্রু-মিটিং এ উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাসিম রেজা স্যার। আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবুল কালাম বাদশা স্যার সহ বিভিন্ন স্তরের রোভার ও গার্ল- ইন- রোভারবৃন্দ।