শান্তির লক্ষ্য এগিয়ে চলা
বন্যায় বাস্তুহারা অসহায় মানুষের পাশে দাড়ানো আমার অনুপ্রেরণা।
আমরা প্রায় ২৫ টি মুক্ত স্কাউট দল মিলে তহবিল সংগ্রহ করি। এবং খাগড়াছড়ির সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা রামগরের বিভিন্ন এলাকায় যায়। সেখানে বন্যায় বাস্তুহারা পরিবার সমূহের কাছে আমরা যাই, এবং তাদের অসহায়ত্বের গল্প শুনি আর আমাদের সামর্থ অনুযায়ী আমরা কোন পরিবারকে ঘর তৈরি করার সরঞ্জাম কোন কোন পরিবারকে বীজ ও কোন কোন পরিবারকে গবাদি পশু পাখি দিই ।
অসহায় মানুষের পাশে দাড়ানো এবং তাদের একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দেওয়া ।