Profile picture for user Mahi_1
Bangladesh

সাক্ষরতা দিবসে শিশুদের অক্ষরজ্ঞান প্রদান

পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের অক্ষরজ্ঞান প্রদান ও সাক্ষর করা নিজের নাম বাবা মার নাম লিখা ও তাদের কিছু খাওয়ানো ছিল এই প্রোজেক্ট এর মুল উদ্দেশ্য।
৮ই সেপ্টেম্বর, ২০২১ সমতট মুক্ত স্কাউট গ্রুপের রোভাররা ঢাকার কমলাপুর, টিটি পাড়া এবং অধিকার বেস অফিসে সুবিধা বঞ্চিত এবং কর্মজীবী শিশুদের সাক্ষরতা দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার পাশাপাশি তাদের নিজেদের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ লিখতে শেখায়।মোট ৩টি জায়গায় প্রায় ৬০ জন শিশুকে স্বাক্ষর করতে শেখানোর পর সাদা কাপড়ে সবার স্বাক্ষর এবং তাদের মতামত গ্রহণ করা হয়।পরিশেষে সকল শিশুদের সকালের নাস্তা এবং দুপুরের খাবার দেয়া হয়।স্বেচ্ছাসেবক হিসেবে ছিল ২৫ এর জন রোভার।যারা শিশুদের লিখতে পড়তে শিখিয়েছে।
পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের অক্ষরজ্ঞান প্রদান ও সাক্ষর করা নিজের নাম বাবা মার নাম লিখা শিখানো ও তাদের দুপুরের খাবার খাওয়ানো হয়েছে।
পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের অক্ষরজ্ঞান প্রদান ও সাক্ষর করা নিজের নাম বাবা মার নাম লিখা শিখানো ও তাদের দুপুরের খাবার খাওয়ানো হয়।
Number of participants
27
Service hours
162
Beneficiaries
60
Location
Bangladesh
Topics
Interpersonal skills
Literacy
Better Choice
Initiatives
Skills for Life

Share via

Share