
শাক-সবজির বাগান তৈরি ।
শাক-সবজির বাগান তৈরি
আমাদের ঘরের সামনে একটু জায়গা নির্বাচন করে সেখানে শাক-সবজি চাষের জন্য জায়গা ভালো করে তৈরি করে নিলাম। প্রথমে মাটি ঝুরঝুরে করে নিলাম। পরে মাটি উর্বর করার জন্য সার ব্যবহার করলাম। এরপর ভালো করে জায়গার চারপাশে ইট দিয়ে প্রাচীর দিলাম।
এভাবেই আমার বাগানের জায়গা প্রস্তুত করলাম।