Rree plantation 2018, Bangladesh
বৃক্ষ রোপন কর্মসূচি....২০১৮
গত 11-12 ডিসেম্বর 2018 তারিখ সরকারি বাঙলা কলেজ এর খেলার মাঠে, রোভার পল্লী ও মিরপুর রোড এ নাইস ওপেন রোভার স্কাউট গ্রুপ, ঢাকা এর ২৫ জন রোভার বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহন করে এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষ/গাছ রোপন করে। নাইস ওপেন রোভার স্কাউট গ্রুপ এর সদস্যরা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এর জন্য এই বৃক্ষরোপন প্রকল্পটি করে।