রোভার সহচর পর্যায়-এর ওয়ার্কশপ অনুষ্ঠিত -২০১৯
গত ১৩-১৪ জুলাই ২০১৯ ইং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার সহচর পর্যায়ের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।উক্ত ওয়ার্কশপ এ প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সম্পাদক স্যার শ্রদ্ধেয় আবুল কালাম (বাদশা) স্যার, আরএসএস মোঃ হেলাল উদ্দিন স্যার,আরএসএস সৈয়দ তৌফিক জুহরী স্যার সহ আরও আরএসএস বৃন্দরা।আরও প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভিন্ন দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র রোভার মেট রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ।উক্ত ওয়ার্কশপে মোট ৪৫ জন সহচর স্তরের রোভার ও গার্ল-ইন-রোভার সহ আরও বিভিন্ন স্তরের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরাও উপস্থিত ছিলেন।