রোভার ডেন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম -২০২০
বিশ্ব মহামারীর কারণে দীর্ঘদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় দিন দিন অপরিষ্কার হয়ে যাচ্ছে। কুষ্টিয়া ইসলামিয়া কলেজে রোভার ডেনও দীর্ঘদিন বন্ধ আছে । এই বন্ধ থাকার কারণে রোভার ডেন অপরিষ্কার হয়ে যায়।তাই আমার ১০ জন রোভার সদস্যারা মিলে উদ্যোগ নিয়ে রোভার ডেন পরিষ্কার করি।আমরা স্বাস্থ্যবিধি মেনে কর্যক্রম করেছি।