Profile picture for user Ahasnat_1
Bangladesh

রংপুরে ৫দিন ব্যাপি জেলা রোভার মেট কোর্স অনুষ্ঠিত

নেতৃত্বদানকারী সম্পন্ন ও দক্ষ রোভার স্কাউট সদস্য গড়ে তোলার লক্ষে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ০৪মার্চ ২০১৯ পর্যন্ত ৫দিন ব্যাপি ৮৯ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ৯ জন প্রশিক্ষকের পরিচালনায় ও ৭জন সাপোর্ট স্টাফের সহযোগিতায় কারমাইকেল কলেজ রংপুরে অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা রোভার মেট কোর্স ২০১৯।  ২৮ ফেব্রুয়ারী কোর্স লিডার প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কোর্সের উদ্বোধন করেন। কোর্স সিডিউল অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত স্কাউটিং বিষয়ক বিভিন্ন সেশন ও ব্যাবহারিক কার্যক্রমে অংশগ্রহনকারীদের পদচারনায় মুখরিত ছিলো কোর্স ভেন্যু। স্কাউটস ওন, হাইকিং, মহাতাঁবু জলসা ছিলো কোর্সের উল্লেখযোগ্য অংশ।  ৩ মার্চ কোর্সের শেষ রাত্রিতে প্রশিক্ষণর্থীদের অংশগ্রহন ও পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিনোদন ধর্মী অনুষ্ঠান কোর্সের মহাতাঁবু জলসা। অগ্নি প্রজ্জ্বলন করে মহাতাঁবু জলশার উদ্বোধন করেন কারমাইকেল কলেজ এর অধ্যক্ষ ও কোর্স লিডার প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের কমিশনার ও অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোফাখ্খারুল ইসলাম,জেলা রোভারের সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, জেলা রোভারের যুগ্ম সম্পাদক মহাদেব কুমার গুন,রংপুর জেলা রোভার লিডার মোঃ হাবিবুর রহমান,রংপুর জেলা রোভারের কোষাধ্যক্ষ সৈয়দ আনোয়ারুল আজিম, রংপুর জেলা রোভার লিডার প্রতিনিধি মোঃ খালেদুল ইসলাম, রংপুর জেলা রোভারের অডিট কমিটির সদস্য আব্দুর রহমান।  ৪ মার্চ সকালে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও স্কাউট পতাকা নামানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ৫ দিন ব্যাপি রংপুর জেলা রোভার স্কাউটের মেট কোর্সের।
Started Ended
Number of participants
95
Service hours
5700
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Communications and Scouting Profile
Growth

Share via

Share