রংপুরে ২৫০ তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় রংপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় ২৫০ তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত।
৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুরে উক্ত কোর্স অনুষ্ঠিত হয়েছে। কোর্স লিডার হিসেবে ছিলেন রোভার অঞ্চলের সহকারী লিডার ট্রেনার ও রংপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর মোঃ মোফাখ্খারুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেনার প্রফেসর ড. আরেফিনা বেগম, সহকারী লিডার ট্রেনার ও রংপুর জেলা রোভার লিডার মোঃ হাবিবুর রহমান,কোর্স সমন্বয়কারী ও রংপুর জেলা রোভারের সম্পাদক মোঃ তহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি কাজী জাকিউল ইসলাম সহ সিনিয়র রোভার মেট বৃন্দ।
কোর্সে প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মোট ৫৪ জন। কোর্সটি রেজিষ্ট্রেশনের মধ্যে দিয়ে শুরু হয়ে উপদল ভিত্তিক দিনব্যাপী বিভিন্ন সেশনে আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন প্রশিক্ষনার্থীরা৷ সেশন হিসেবে ছিল রোভারিং কি এবং কেনো,সাংগঠনিক কাঠামো, ইউনিট লিডারের দ্বায়িত্ব ও কর্তব্য,ক্রু মিটিং,দলীয় শৃঙ্খলা, মাই প্রোগ্রেস,রোভার প্রোগ্রাম।
বেলা ৪ টায় সামিংআপের পর আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণের মাধ্যমে কোর্স লিডার কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।