Profile picture for user Ahasnat_1
Bangladesh

"রংপুর জেলা রোভারের গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত "

৩ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় রংপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই ওয়ার্কশপ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান।  উক্ত কোর্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয়, রংপুর জেলা রোভারের কমিশনার ও কোর্স পরিচালক  প্রফেসর মোঃ মোফাখ্খারুল ইসলাম, ট্রেনার হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেনার প্রফেসর আরেফিন বেগম, সহকারী লিডার ট্রেনার ও রংপুর জেলা রোভার লিডার মোঃ হাবিবুর রহমান,কোর্স সমন্বয়কারী রংপুর জেলা রোভারের সম্পাদক মোঃ তহিদুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস রংপুর জোন এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, জেলা রোভার লিডার প্রতিনিধি মোঃ খালেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি কাজী জাকিউল ইসলাম সহ রংপুর জেলার জেলার সকল ইউনিটের সিনিয়র রোভার মেটবৃন্দ।  কোর্সে প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন কলেজের মোট ৬০ জন অধ্যক্ষ মহোদয়। তারা এ সময় স্কাউটিং এর ইতিহাস,সাংগঠনিক কাঠামো,স্কাউটিং এর বিভিন্ন অনুষ্ঠানাদি,গ্রুপ সভাপতির দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।  জেলা প্রশাসক মহোদয় শতভাগ রোভার ইউনিট গঠনের লক্ষ্যে প্রশিক্ষনার্থীদের মাঝে বিশেষ তাগিদ দেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।
Number of participants
85
Service hours
595
Location
Bangladesh
Topics
Personal safety
Legacy BWF
Good Governance
Partnerships
Growth

Share via

Share