রংপুর বিভাগীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা
শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিন"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোভারিং এর শতবর্ষ উদযাপন উপলক্ষে সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রতিভা অন্বেষণ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১১নভেম্বর বাংলাদেশ স্কাউটস,রংপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় রংপুর বিভাগীয় পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় নগরীর কারমাইকেল কলেজের রোভার ডেনে,কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন এর উপস্থিতে পতাকা উত্তলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্হিত ছিলেন রংপুর বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি কাজী জাকিউল ইসলাম,রংপুর জেলা রোভার সম্পাদক তহিদুল ইসলাম , জেলা রোভার লিডার হাবিবুর রহমান ,জেলা রোভার লিডার প্রতিনিধি মোঃ খালেদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত রোভার লিডার বৃন্দ।
উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট শেখ সাদী সহ সকল জেলা থেকে আগত বিভিন্ন ক্যাটাগরীর জেলা পর্যায়ে বাছাইকৃত প্রতিভাবান রোভার ও গার্ল ইন রোভার প্রতিযোগিরা।
মুক্ত জ্ঞান,কবিতা আবৃত্তি,দেশাত্ববোধ গান,আঞ্চলিক গান,স্কাউট গান,একক অভিনয়, নৃত্য,দাবা, কেরাম ও সাঁতার এই দশটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিটি বিষয়ে রংপুর বিভাগের সকল জেলা থেকে ২জন করে প্রতিযোগি অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিচারকদের মতামতের ভিত্তিতে প্রত্যেক বিষয় থেকে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য ২জন করে প্রতিযোগী বাছাই করা হয়।
সমাপনি অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করেন রংপুর জেলা রোভারের সম্পাদক তহিদুল ইসলাম, রংপুর বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি কাজী জাকিউল ইসলাম রোভারদের আঞ্চলিক পয়ায়ে সফলতা কামনা করে পতাকা নামানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।