রমজানে গরীবদের মাঝে রাতের খাবার বা সেহরি বিতরণ।
আমাদের দেশের জনসংখ্যার অধিকাংশই মুসলিম। পবিত্র রমজান মাসে আমরা সবাই কমবেশি রোজা রাখি। অনেক দরিদ্র মানুষ আছে যারা একবেলা খেতে পারে না। তাদের সেহরি বা ইফতারের সামর্থ্য নেই।
আমি বিভিন্ন গরিব লোকেদের মাঝে সেহেরী বা রাতের খাবার বিতরণ করি। যাদের একবেলা সেহরী বা রাতের খাবার সামর্থ নেই যে তারা ভালো কিছু খাবে। আমি এই রমজান মাসে অল্প কিছু সংখ্যক মানুষের একবেলা সেহেরী দায়িত্ব বহন করি। আমার যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে আমি চেষ্টা করি। আমি এই কাজটি আমাকে দিয়ে শুরু করেছি।
আমি দেখতে পেতাম যে অনেক লোক আছে যারা একবেলা খাবারে খেতে পারে না। রাতে ভালো ইফতার, সেহরি বা ভালো খাবার তাদের কাছে স্বপ্ন। তাদের এই স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি এবং আমার সাথে আরো কয়েকজনকে নিয়ে এই কাজটি বড় আকারে করার চেষ্টা করব।