রক্তদাতা সদস্য সংগ্রহ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
তারুণ্যর পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮টি ফ্যাকাল্টিতে দীর্ঘ ৮দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদাতা সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হয়। একই সাথে রক্তদানের উপকারিতা সম্বন্ধে সবাইকে সচেতনও করা হয়। এসময় প্রায় পাঁচ শতাধিক রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয়।
বি:দ্র: 'তারুণ্য' ইসলামী বিশ্ববদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ইসলামী বিশ্ববদ্যালয় এলাকাসহ ঝিনাইদহ-কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে রক্তদান কর্মসূচি করে থাকে। সংগঠনটি বছরে গড়ে ৩০০-৩৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করে থাকে।