রাজশাহী জেলা রোভার কর্তৃক বিপি দিবস উৎযাপন-২০২১
রাজশাহী জেলা রোভারের উদ্যোগে স্কাউট প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের আয়োজনে শাহমখদুম কলেজে ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর ১৬৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজশাহী জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. মো ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম কলেজের অধ্যক্ষ জনাব এস এম রেজাউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ছাত্রছাত্রীরা পড়ালেখার পাশাপাশি রোভার স্কাউট এর সাথে থাকলে অন্য দশজন ছাত্রছাত্রীর চেয়ে আলাদা ভাবে দক্ষ, চৌকস হবে যা তার পরবর্তী ধাপে কাজে লাগবে। স্কাউটের ৭টি আইন মেনে চলতে পারলে একজন ভালো মানুষ হবে।
স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা রোভারের সম্পাদক ড. মো জহিরুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা রোভারের কোষাধ্যক্ষ জনাব তরিকুল ইসলাম আনসারী, যুগ্ম সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি জনাব সালেহ আহমেদ। আরএসএলদের মধ্যে থেকে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন কলেজের আরএসএল মোছাঃ মাহফুজা খানুম। রোভারদের মধ্য থেকে বক্তব্য রাখে রোভার নাজির হোসেন ও নাবিলা মাসনুন। আলোচনায় বিপির জীবনের বিভিন্ন শিক্ষনীয় দিক তুলে ধরা হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব জান্নাতুল ফেরদৌস পুতুল, সহকারী কমিশনার(আইসিটি) মোঃ মাইনুল ইসলাম, সহকারী কমিশনার হাসলিনা কেবি, রাজশাহী জেলা স্কাউটসের সম্পাদক মোঃ মতিউর রহমান মুন্না, শাহমখদুম কলেজের আরএসএল ড. জিন্নাত আরা আলম ও সৈয়দুল আজম, দুর্গাপুর ডিগ্রি কলেজের আরএসএল নূরুননাহার বেগম, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের আরএসএল মোঃ জিয়াউর রহমান ও জেলার বিভিন্ন ইউনিটের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালন করেন রাজশাহী জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার মোঃ মোস্তাকিন রহমান