Qurbani at Lalmonirhat by Crystal Open Scouts
Profile picture for user MD. FAZLE RABBY_1
Bangladesh

Qurbani at Lalmonirhat by Crystal Open Scouts

লালমনিরহাটের স্কাউটের চরে কোরবানি সুসম্পন্ন হয়েছে। আজ এই চরে ৫টি গরু ১টি ছাগল কোরবানি করে এর মাংস ২১৯টি মুসলিম পরিবারের মধ্যে বন্টন করা হয়। ১৩ টি হিন্দু পরিবারকে আলাদাভাবে এই প্রাপ্তিতে শরিক করা হয়। যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনে এই বন্টন সম্পন্ন করা হয়। আল্লাহর কাছে শোকরানা আদায় করি এই জন্য যে কোরবানি ক্রয়, রক্ষনাবেক্ষন, তালিকা চুড়ান্ত করন, সারাদিন ধরে মাংস প্যাকেটে ভরার জন্য তৈরী করা, সামাজিক দূরত্ব মেনে বন্টন ও মাঠ ত্যাগ করার আগে সম্পুর্ন হিসাব রসিদসহ উপস্থাপন, আমাদের অবর্তমানেই সম্ভব হয়েছে। মেসেঞ্জারে সকল কাজের ছবি, হিসাব সবই পেয়েছি। বিদ্যুৎ, রাস্তা বিহীন চর আজ সক্ষমতার এই পর্যায়ে পৌঁছেছে। আমি, শাফায়াত স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয়ে বসানো নিরাপত্তা ক্যামেরায় পুরো কার্যক্রমই দেখতে পেয়েছি। ক্রিস্টাল ওপেন স্কাউটস এর রোভার ও রোভার নেতারা যারা সোলার নির্ভর এই প্রযুক্তি স্থাপন করেছে তাদের জন্য শুভকামনা। যাঁরা স্কাউটের চরে কোরবানি করে এই দরীদ্র চরবাসীর বেশ ক'দিন পরিবার নিয়ে ভাল মন্দ খাওয়ার ব্যাবস্থা করে দিয়েছেন তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আল্লাহ সকলের কোরবানি কবুল করুন। ছবিঃ মারফিয়াম মিস, প্রধান শিক্ষক, স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয়। #SDGsbyCrystal
Number of participants
219
Service hours
438
Topics
Youth Programme
Youth Engagement

Share via

Share