
Qurbani at Kurigram by Crystal Open Scouts
চর খেওয়া আলগা ।
কুড়িগ্রাম জেলায় ভারতের সীমান্ত ঘেঁষা দুধ কুমর নদীর চর।
এখনও পুরো চর বন্যার পানিতে ডোবা। তাই এখানেও ২ আগস্ট ২০২০ অর্থাৎ ঈদের পরের দিন কোরবানি করতে হয়েছে উঁচু একটি বাড়ির উঠানে।
এই চরে গতকাল দু'টি গরু কোরবানি করে এর মাংস ১৯৫টি দরীদ্র চরবাসী পরিবারের মধ্যে বিলিয়ে দেয়া হয়েছে। সাথে মসলা কেনার জন্য সামান্য নগদ টাকা।
পরিবারের সংখ্যা অনুপাতে গরুর সংখ্যা কম হওয়াতে অন্য চরের তুলনায় এঁরা অপেক্ষাকৃত কম মাংস পেয়েছেন।
স্থানীয় উদ্যোগতা এই চরে যাদের অবস্থা বেশী খারাপ শুধু তাদের মধ্যে মাংস বিতরণ করে পরিবার প্রতি পরিমান বাড়ানোর ইচ্ছে প্রকাশ করলে অতি দারীদ্ররাই বলেছেন, এখানে আমরা সবাই গরীব। কাউকে বাদ রেখে আমরা মাংস নেব না। কম করে নেব, কিন্তু সবাই নেব।
যুথবদ্ধতার কি অসাধারণ উদাহরণ!
বাঙ্গালি এই যুথবদ্ধতা দিয়েই হাজার বছর ধরে প্রাকৃতিক, মানব সৃষ্ট দূর্যোগ মোকাবিলা করে আসছে।
চর খেওয়া আলগার মানুষ তা আরেকবার প্রমান করলো।
এখানেও মানুষ কোরবানির মাংস নিতে এসেছে নৌকায় চড়ে।
আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার দেয়া কোরবানির এই মাংস নিয়ে বন্যায় পানি বন্দী চর খেওয়া আলগার মানুষ ক'টা দিন মাংস দিয়ে ভাত খাবে।
শুনেছি "কারো হৃদয়ে পৌঁছাতে হলে, পাকস্থলীর মধ্য দিয়েই যেতে হয়"।
আর এই হৃদয়ের সাথেই শ্রষ্টার সংযোগ।
আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন।
কুড়িগ্রামে আমাদের এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন স্থানীয় কলেজের অধ্যাপক ও সমাজকর্মী কৃষিবিদ ড. শাহনাজ। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
#SDGsbyCrystal