plastic tide turners challenge badge leadership stage
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ"
★নেতৃত্ব পর্যায় ধাপঃ সমাজ সেবা ও সমাজ উন্নয়ন (ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার দিয়ে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতন করা এবং প্লাস্টিক ব্যবহার এর জরিপ ও বর্জ্য এর অনুমান ) “সময় এসেছে এখনি সবাই হাতে হাত মিলে একসঙ্গে কাজ করে প্লাস্টিক দূষণ রোধ করি, পৃথিবী নামক গ্রহটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্য ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করেছে। প্লাস্টিক দূষণের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সম্পর্কে সচেতন করেছে এবং সেই সাথে ব্যানার, প্লে কার্ড, লিফলেট বিতরণ এর মাধ্যমে সচেতন বৃদ্ধি করা এবং বিভিন্ন আইডিয়া শেয়ার করেছে রোভার মোঃ রাকিবুল ইসলাম BS ID: AJ6753
ইউনিটঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ
#DIUARSG #PTTCB #AirRegion #BangladeshScouts #PTTCBadgeBDScout #PTTCBadgeWorldScout