plastic tide turners challenge badge (Champion Level )
২৬/০১/২১
#প্লাস্টিক_টাইড_টার্নারস _চ্যালেঞ্জ _ব্যাজ।
প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ কিভাবে এসডিজি এর সাথে সম্পর্কিত ;
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও অপসরণ কৌশল;
প্লাস্টিকের পুনঃ ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি,
প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য পুনঃউৎপাদন ব্যায়সাধ্য তাই তাই পুনঃব্যবহার করা সবচেয়ে কার্যকর পদ্ধতি।
এক্ষেত্রে পুনঃব্যবহার উপযোগী পণ্য ব্যবহার করার কথা চিন্তা করা দরকার।
এই লক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে কলেজ ক্যাম্পাসে ৩০ জন রোভার ও গার্ল ইন রোভার,
#প্লে_কার্ড,ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে।
এবং কলেজের বিভিন্ন স্থানে, জনসচেতনতা মুলক পোস্টার ও লিফলেট লাগিয়ে কার্যক্রম শেষ করেন।
রোভার রাসেল সরকার
সিনিয়র রোভার মেট
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, ও
বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, চট্টগ্রাম বিভাগ।
BS ID:AI9661
#pttcbadgebdscout