Plastic Tide Turner's Challenge Badge
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
~চ্যাম্পিয়ন পর্যায়~
তাত্ত্বিক অর্জিত জ্ঞান প্রয়োগ:
প্লাস্টিক বিকল্প ব্যবহার করে ফুলের বাগান/সবজির বাগান/মডেল তৈরি করণ।
সমাজ সেবা কার্যক্রম:
১.সঠিক স্থানে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করণ।
২.প্রতিষ্ঠান/সংস্থা/দোকান/ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারের বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করণ।
সমাজ উন্নয়ন (গ্রুপ কার্যক্রম):
>নদী পাড়ের প্লাস্টিক বর্জ্য অপসারণ
>স্থানীয় বাজারে জনসচেতনতামূলক কার্যক্রম >বিভিন্ন বাড়িতে গিয়ে প্লাস্টিক পন্যের ব্যবহার কমাতে উদ্বুদ্ধকরণ ও প্লাস্টিক পুনঃব্যবহারে উৎসাহ প্রদান।
>প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য পুনঃউৎপাদন ব্যায়সাধ্য তাই তাই পুনঃব্যবহার করা সবচেয়ে কার্যকর পদ্ধতি।
এক্ষেত্রে পুনঃব্যবহার উপযোগী পণ্য ব্যবহার করার কথা চিন্তা করা দরকার।
'একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে না বলি, পরিবেশকে দূষণ মুক্ত ও সুন্দর রাখি। প্লাস্টিক ব্যবহার রোধ করি।'
Name: Jannatin Naem
Stage: Training
BS ID: AE3551
Unit Name : Lalbagh Open Scout Group
#losg
#PTTCB
#RoverRegion
#Bangladesh_scouts
#PTTCBadgeBDScouts
#PTTCBadgeWorldScouts
#wosm