ফিরতি ফ্লাইটএহজযাত্রীদের সেবাদান কার্যক্রম
ফিরতি ফ্লাইট এ হজ যাত্রীদের সেবাদান ২০১৯
হজ ক্যাম্প এ রোভার স্কাউটদের সেবাদান কার্যক্রমের পর এই প্রথম বারের মত হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট এ রোভার স্কাউটদের সেবা কার্যক্রম শুরু হয়েছে।২৪/০৮/১৯ তারিখ থেকে ১৫/০৯/১৯ তারিখ পর্যন্ত হজ যাত্রীদের সকল প্রকার কাজে রোভার স্কাউটরা সেবা দিয়েছে। এটি রোভার স্কাউটদের বিশেষ একটি সেবা কাজ। তাছাড়া ব্যাগেজ বের করার কাজ ও জম জম এর পানি বিতরন করেছে রোভাররা। এই সেবা কার্যক্রম ভালভাবে চলছে। রোভার স্কাউটরা তাদের আইন ও প্রতিজ্ঞা মেনে এয়ারপোর্টে হজ যাত্রীদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।