Profile picture for user shahriar_arafat
Bangladesh

পথিকদের মাঝে ঠাণ্ডা সেলাইন পানি ও শরবত বিতরণ

এই তীব্র গরমের মাঝেও জীবিকানির্বাহের জন্য অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য বের হতে হয় অনেককে। এই গরমের মাঝে যদি একটু ঠাণ্ডা পানি পাওয়া যায় তাহলে কষ্টটা একটু কমে যায়। আবার অনেকে জানেন না যে এই তীব্র তাপপ্রবাহ কিভাবে সতর্ক থাকা যায় । এই গুলা পর্যবেক্ষণ করে আমরা এই প্রোজেক্টটা শুরু করি।
আমরা প্রথমে আমাদের আরএসএল স্যারকে এই প্রোজেক্ট সম্পর্কে জানাই। এবং প্রোজেক্টটা কলেজের পাশে একটি জনবহুল এলাকাতে বাস্তবায়ন করি। তারপর আমরা এটা জেলা রোভারের সাথে আলোচনা করি এবং সকলকে একসাথে করে যশোরের জনবহুল রাস্তা জজ কোর্ট মোড়ে আমরা পথিকদেরকে ঠাণ্ডা পানি ও শরবত বিতরণ করি। এবং এই সময় তাদেরকে এই তীব্র দাবদাহে কিভাবে সতর্ক থাকতে হবে সেটা ও বলি।
এই কাজের মাধ্যমে আমরা কিভাবে ছোট ছোট উদ্বেগের মাদ্যমে অন্যের উপকার করা যায়। এবং আমরা নিজেরাও এই তীব্র তাপপ্রবাহ ও দাবদাহে কিভাবে নিজেকে এবং নিজের পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সতর্ক থাকা যায় সেটাও জেনেছি।
Started Ended
Number of participants
80
Service hours
6
Beneficiaries
6000
Topics
Healthy Planet
Civic engagement
Health lifestyles

Share via

Share