Profile picture for user mdalam_1
Bangladesh

”পথে নিরাপত্তা ,জীবনে শান্তি”

সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা। আমাদের জীবনকে নিরাপদ করা ও দুর্ঘটনা কমানো সকলের দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ কাজে স্কাউটরা তাদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার মানসিকতা দিয়ে অংশগ্রহণ করছে। আসুন আমরা দেখি কিভাবে স্কাউট লিডার ও স্কাউটরা ‘পথে নিরাপত্তা, জীবনে শান্তি’ প্রতিষ্ঠায় প্রেরণা জোগাচ্ছে।”
.সাভার বাজার ও আশেপাশের প্রধান সড়কে ট্রাফিক পুলিশকে সহায়তা করা। ২. পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সাহায্য করা। ৩. স্কুল, বাজার ও ব্যস্ত মোড়ে ট্রাফিক নিয়ম সংক্রান্ত লিফলেট বিতরণ করা। ৪. মাইকে সচেতনতা প্রচার করা – যেমন “জেব্রা ক্রসিং ব্যবহার করুন”, “হেলমেট পরুন”, “সিগন্যাল মানুন” ইত্যাদি। ৫. ছোট শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম শেখানো এবং সচেতনতামূলক প্রদর্শনী আয়োজন। ৬. প্রতিদিনের কাজ শেষে প্রতিবেদন তৈরি করে লিডারকে জমা দেওয়া।
১.ট্রাফিক নিয়ম মানা জীবন রক্ষা করে। ২. হেলমেট ও সীটবেল্ট ব্যবহার নিরাপত্তা নিশ্চিত করে। ৩. পথচারীরাও সাবধান ও সচেতন হলে দুর্ঘটনা কমে। ৪. সদয় ও ধৈর্যশীল আচরণ সড়কে শান্তি আনে। ৫. নিয়মিত সচেতনতা সমাজে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে।
Started Ended
Number of participants
24
Service hours
216
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Better Choice
Civic engagement
Communications and Scouting Profile

Share via

Share