Profile picture for user sayel5kazi
Bangladesh

পশু-পাখির যত্ন

স্কাউটস ফর এসডিজি কার্যক্রমের অংশ হিসেবে আমি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৫ “স্থলজ জীবনের সংরক্ষণ”-এর ওপর ভিত্তি করে একটি সচেতনতামূলক ও সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় পশু ও পাখিদের অবদান অপরিসীম, কিন্তু আমাদের অসচেতনতার কারণে তারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, খাদ্য-পানি ও আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে। আমি বিশ্বাস করি, মানুষ ও প্রাণীর সহাবস্থান সুস্থ ও মানবিক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সেবামূলক কাজের মাধ্যমে আমি শুধু পশু-পাখিদের সহায়তা করিনি, বরং সমাজের অনেককে সচেতন করে তুলেছি যে, এদের যত্ন নেওয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একজন স্কাউট হিসেবে আমি সবসময় প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
আমি বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করে। “Scouts for SDGs” এর এই কার্যক্রমের মাধ্যমে আমি আশাবাদী যে আরও স্কাউটরা এই পথে উৎসাহিত হবে এবং প্রাণীদের সুরক্ষায় এগিয়ে আসবে।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Health lifestyles
Mental health
Communications and Scouting Profile
SDGS

Share via

Share