Partnership program between Bangladesh scout and UNICEF Bangladesh
Profile picture for user Rover Sabbir Hossain_1
Bangladesh

Partnership program between Bangladesh scout and UNICEF Bangladesh

বাংলাদেশ স্কাউটস ও ইউনিসেফ পার্টনারশীপ প্রোগ্রাম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২৯ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ৯.৩০ মিনিটে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরের শামস হলে বাংলাদেশ স্কাউটস ও ইউনিসেফ পার্টনারশীপ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিভাগের জাতীয় কমিশনার ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ শাহ কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস, ইউনিসেফ বাংলাদেশ এর প্রোগ্রাম স্পেশালিস্ট জনাব মোঃ আনোয়ার হোসেন এবং সকল অঞ্চল থেকে আগত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ এবং রোভার স্কাউট লিডারবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব মোঃ নুরুল ইসলাম।
ইউনিসেফ বাংলাদেশ বাংলঅদেশ স্কাউটস এর সাথে আগামী দুই বছরের জন্য ৪টি ক্যাটাগরীতে কাজ করার প্রস্তাব দেয়। ক্যাটাগরিগুলো হল: (১)Community devlopment initiatives (২)Support Youth Engagement in Disaster Risk Reduction (DRR) Activities (৩)Capacity Devlopment of Youth groups with Life Skills-Based Education (LSBE) and other Initiatives (৪)Strengthening Youth Platform on Networking and Reporting Through Social Media.

Number of participants
178
Service hours
1068
Location
Bangladesh
Topics
Personal safety
Legacy BWF
Communications and Scouting Profile
Youth Programme

Share via

Share