প্রকল্প : ট্র্যাফিক সেবায় স্কাউটিং 👮🏻👮🏻

আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ ছাড়া রাস্তা নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। এমতাবস্থায় আমরা স্কাউটরা এগিয়ে এসে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করি যেন যানযট এর সমস্যা থেকে সাধারণ মানুষ মুক্তি পাই। আমাদের সেবা ০৮/০৮/২০২৪ থেকে ০৮/১০/২০২৪ পর্যন্ত চলমান ছিলো।আখাউড়া বাইপাস চৌরাস্তা মোড়ে।ও আখাউড়া দূর্গাপুর গেইট ও আখাউড়া সড়ক বাজার মোরে।

বর্তমান দেশের এই পরিস্থিতিতে রাস্তা গুলো ট্রাফিক পুলিশ শুন্য তাই অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ২০ জন স্কাউট ও রোভার স্কাউট নিয়ে আখাউড়া বাইপাস ও সড়কবাজার ব্যস্ত রাস্তায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করি। আমরা বিভিন্ন গাড়ির চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারনা দেই। তাছাড়া পথচারীদের ফুটপাত ব্যবহার করার জন্যও সচেতন করি।

এই উদ্যোগের মাধ্যমে, আমরা ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছি, সড়ক দুর্ঘটনার অন্তর্নিহিত কারণগুলি চিহ্নিত করেছি এবং কার্যকর প্রতিরোধ কৌশলগুলি অর্জন করেছি। আমরা বিভিন্ন সড়ক পরিস্থিতিতে ট্র্যাফিক পরিচালনার শিল্পেও দক্ষতা অর্জন করেছি। বিভিন্ন ধরণের জনসাধারণের সাথে সরাসরি সম্পৃক্ততা আমাদের যোগাযোগের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই অমূল্য। তাছাড়া, আমাদের দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে।

Started Ended
Number of participants
1
Service hours
60
Beneficiaries
100000
Location
Bangladesh
Topics
Growth
Health lifestyles
Youth Programme
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement
Skills for Life
Health and Wellbeing

Share via

Share