 
প্রজেক্ট উষ্ণ পরশ
বছর টা শুরু হোক সেবার মাধ্যমে। কম ভাগ্যবান মানুষের সাথে  ভাগাভাগি করে নেই উষ্ণ পরশ। রাস্তায় অনেক মানুষ প্রচন্ড শীতে খুব কষ্ট করে জীবনযাপন করে। তাদের গায়ে কখনো কখনো কোনো কাপড়ও থাকে না। তাদের এই কষ্ট আমাদের তরুন মনে আঘাত হানে। তাইতো তাদের কষ্টটা লাঘব করার সামান্য চেষ্টা মাত্র। এই প্রজেক্ট তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য।
      
            ৩১ ডিসেম্বর দেশবাসী যখন আতশবাজি আর- গানবাজনায় মগ্ন, তখন শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ ও জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপের এক দল রোভার মধ্যরাত পর্যন্ত রাস্তায় রাস্তায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে ব্যস্ত। তাদের চোখ খুজছিলো শুধু শীতে কষ্ট ভোগ করা মানুষদের। কেউ সাইকেল, কেউ বাইক এবং একদল ভ্যানে করে কম্বল নিয়ে ঘুরছিলো।
      
            নতুন বছর কারো কষ্টে যাবে এটা আমরা হতে দিতে পারি না। সকলকে খুশি করতে পারলেই নিজের মনে শান্তি আসে। সকলের মুখের হাসি দিয়েই শুরু হোক নতুন বছর। এই প্রজেক্টের মাধ্যমে আমি মানুষের আনন্দকে উপলব্ধি করতে পেরেছি। মানুষ শীতে কেমন কষ্ট করে তা নিজ চোখে দেখতে পেরেছি এবং সাধ্যমতো তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেছি।
      
  
           
       
 
 
 
 
 
 
 
 
