প্রজেক্ট বারিধারা
প্রচন্ড তাপদাহে মানুষের পাশাপাশি শহরে বিচরণকারী পাখিরা নানা প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে। শহরে পর্যাপ্ত মুক্ত জলাশয় না থাকার কারণে এদের ভোগান্তি আরো বৃদ্ধি পাচ্ছে । তাই এদের ভোগান্তির সামান্য অবসান টানতে আমরা এই প্রজেক্ট হাতে নেই।
দলের সকল সদস্য পাখিদের জন্য নিজ নিজ বাসার ছাদে এবং বারান্দায় পাখিদের পানের জন্য পানি ভর্তি সুপেয় পানির পাত্র প্রস্তুত করে। মাটির পাতিলে পানি নিয়ে সেগুলো ছাদের এবং বারান্দায় বিভিন্ন স্থানে স্থাপন করা হয় যেনো পাখিরা এই পাত্রগুলো থেকে পানি পান করতে পারে। এবং পানির পাত্রের পাশে সামান্য দানাদার খাদ্যের পাত্র রাখা হয়।
এই প্রজেক্ট আমাদেরকে অন্যান্য জীবের প্রতি সহানুভূতিশীল হতে শিখায়। মানুষ হিসেবে অন্যান্য পশু পাখিদের প্রতি যে মানবিক কর্তব্য রয়েছে তা জানান দেয়।