পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সকলের জন্য একটি সামাজিক প্রয়োজন। পরিবার সুন্দর পরিচ্ছন্ন হলে, বায়ু এবং পানীয় পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায়। তাই আমাদের প্রয়োজন আশেপাশের পরিছন্নতা নিয়ন্ত্রণ করা, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, ময়লা আবর্জনা দেখতে পেলে তা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করা ।
অপরিচ্ছন্নতার কারণে বাংলাদেশে নানান রোগ বিধি ঝুঁকি থেকেই থাকে। ডেঙ্গু, ম্যালেরিয়া, সংক্রামক জড়িত রোগ, ইত্যাদি নানা ধরনের রোগের ঝুঁকি থেকে থাকে। সে সকল ঝুঁকি থেকে নিরাময়ে পাওয়ার জন্য আমাদের একমাত্র করনীয় বিষয় হলো রাস্তাঘাট এবং আশেপাশের ময়লা আবর্জনা কে পরিষ্কার করা
আমাদের কাজটি হয়তো অত বড় পরিসরে হতে হয়নি। কিন্তু অল্প অল্প থেকেই আসলে বড় কাজ সম্পন্ন হয়। আমরা আশেপাশের পরিবেশকে যে যতটা সম্ভব ততটা যদি পরিষ্কার করে রাখি, তাহলেই দেখা যাবে যে বাংলাদেশে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।
আমরা এই প্রজেক্ট এর মাধ্যমে অনেক কিছু শিখেছি এবং শেখানোর চেষ্টা করেছি। আমরা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তখন সেখানে অনেক মানুষ ছিল যারা দেখেছে আমরা কিভাবে কাজ করছি। এবং আশা করি তারা এরপর থেকে ওই জায়গাটায় যখন ময়লা ফেলতে যাবে তখন আমাদের কথা মনে পড়বে। তাই আমদের আসা ছিলো। ইনশাল্লাহ আমরা সফল হয়েছি
Number of participants
10
Service hours
60
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Healthy Planet
Responsible consumption
Nature and Biodiversity
Initiatives
Environment and Sustainability

Share via

Share