Profile picture for user hasibul2002
Bangladesh

পরিষ্কার পরিচ্ছন্নতা

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার। দিনাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রত্যয় এ জেলা প্রশাসক এর অনুমতিক্রমে।পুরো দিনাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটি টিম গঠন করে।এবং অভিযানে নামে।

দিনাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর এ রুপান্তর করার জন্য। এ উদ্যোগ গ্রহন করা হয়।আমরা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা এর মাঝেওই সীমাবদ্ধ ছিলাম না। আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে অনেককে সচেতন করি। আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তাদেরকে বলি। দোকানদারকে তাদের দোকানের সামনে একটি নির্দিষ্ট ঝুড়ি বা ডাস্টবিন রাখার জন্য বলি।

এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে দিনাজপুর জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে রূপান্তরের প্রত্যয় গ্রহণ করি। আমরা অভিজানেই সীমাবদ্ধ ছিলাম না। আমরা অভিযানের মাধ্যমে মানুষকে সতর্ক করেছি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার উপকারিতা তাদেরকে বলেছি। বিভিন্ন জায়গায় ময়লা ছড়ায় ছিটায় থাকলে এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর সেটা আমরা তাদেরকে বুঝিয়েছি। সর্বোপরি দিনাজপুর জেলার সকল মানুষ আমাদের এই অভিযান এবং কিসচেতনতামূলক কার্যক্রম কে সমর্থন জানিয়েছে।

Number of participants
1
Service hours
6
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Health lifestyles
Clean Energy

Share via

Share