Profile picture for user shahriar_arafat
Bangladesh

পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ-সুন্দর জীবন

পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকার চাবিকাঠি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। এবং একজন শিক্ষার্থী দিনের ৭ থেকে ৮ ঘন্টা থাকে কলেজ ক্যাম্পাসে। সুতরাং কলেজ ক্যাম্পাসটা অবশ্যই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এজন্য আমরা রোভার স্কাউট গ্রুপের সদস্যরা মিলে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নিই।
আমরা প্রথমে আমাদের রোভার স্কাউট লিডার স্যারকে এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের বিষয়ে বলি এবং তিনি অধ্যক্ষ স্যারের সাথে আলোচনা করে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অনুমতি দেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন। আমরা আমাদের কলেজের অর্থাৎ যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সকল ইউনিটের সদস্য মিলে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি পরিচালনা করি।
সবাই একসাথে কাজ করলে একটি কাজ খুব দ্রুত এবং খুব সুন্দর ভাবে শেষ করা সম্ভব। এবং অবশেষে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। এবং আমাদের সকলের উচিত সবসময় আমাদের নিজেকে এবং চারপাশের সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
Started Ended
Number of participants
1
Service hours
12
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Clean Energy
Healthy Planet
Health lifestyles

Share via

Share