পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ

আমার একটি স্বপ্ন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার। কিন্তু আমার একার পক্ষে হয়তো কাজটি করা আদৌ সম্ভব নয়। তখনই সম্ভব হবে, যখনই আমার শব্দটি থেকে আমাদের হবে। আর হ্যঁা, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি সচেতনতা প্রয়োজন। সেই সঙ্গে আমাদের ইচ্ছাশক্তি বাড়াতে হবে। আমরা যদি নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে দেশকে কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারব না? আসলে আমাদের শরীর পরিষ্কার রাখার পাশাপাশি মনকে পরিষ্কার ও সুন্দর করতে হবে।
সম্প্রতি পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনের থিম সং হিসেবে চিরকুট ব্যান্ড গাইছে, মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার। আসলেই গানটি আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সহায়ক ভ‚মিকা রাখবে বলে এর প্রশংসা করলাম। দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এমন প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি করা একটি সময়োপযোগী উদ্যোগ। বিশ্বের উন্নত দেশের দিকে নজর দিলে দেখা যাবে, সেসব দেশের রাস্তাগুলো কত সুন্দর। অথার্ৎ পরিষ্কার-পরিচ্ছন্ন।
শুধু সৌন্দযর্ বধর্ন করলেই যে রাস্তা সুন্দর হয় না, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হয়, এটি আমরা ঐ সব দেশের রাস্তার চিত্র থেকে শিক্ষা পাই। আমাদের দেশের রাস্তাগুলো বাইরের দেশের মতো না, এমন কিন্তু নয়। সেসব দেশের রাস্তায় মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, আমাদের দেশের রাস্তায়ও একই। শুধু পাথর্ক্য কি জানেন?আমাদের বদঅভ্যাস। আর এই বদঅভ্যাসই রাস্তা অপরিষ্কার হওয়ার জন্য দায়ী। যেমন, আমাদের দেশে মানুষ রাস্তায় চলতে চলতে বিড়ি-সিগারেট, মুড়ি-বাদাম, বিস্কুট-চকলেট বা অন্য কিছু খায়।আবার অনেকে রাস্তার পাশে বসে ঐসব খায়।
যেমন, আমাদের দেশে মানুষ রাস্তায় চলতে চলতে বিড়ি-সিগারেট, মুড়ি-বাদাম, বিস্কুট-চকলেট বা অন্য কিছু খায়। আবার অনেকে রাস্তার পাশে বসে ঐসব খায়। মানুষ খাবে এটা স্বাভাবিক, কিন্তু খাওয়া শেষ হওয়া মাত্রই ঐ জিনিসের অবশিষ্টাংশ বা খোলস বা প্যাকেটগুলো বিন্দুমাত্র কালক্ষেপণ না করে রাস্তায় ফেলে দেয়। দেখুন, এই মানুষগুলো যদি একটু সচেতন হয়ে খাওয়া শেষ হওয়া মাত্রই উচ্ছিষ্ট অংশ যেখানে সেখানে ফেলে না দিয়ে একটু কষ্ট করে নিদির্ষ্ট জায়গায় বা রাস্তার পাশে বসানো ঝুড়িতে ফেলত তাহলে বাংলাদেশ এত নোংরা ও অপরিচ্ছন্ন থাকত না।
Started Ended
Number of participants
70
Service hours
13440
Beneficiaries
120
Location
Bangladesh
Topics
Good Governance
Humanitarian action
Nature and Biodiversity
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share