Profile picture for user sh1872492@gmail.com_1
Bangladesh

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান -২০২৩

হাতে হাত ধরবো, দূষণ মুক্ত করবো..!! সর্ব কালের সর্বশেষ, দূষণ মুক্ত বাংলাদেশ..!! প্রতিপাদ্য শ্লোগান কে ধারণ করে গত ১১ ফেব্রুয়ারি, ২০২৩ইং তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জের গুলিয়াখালী সী-বীচ, চন্দ্রনাথ পাহাড় ও নাপিত্তাছড়া ঝর্ণার আশেপাশে এলাকায় আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই, এবং মাত্রাতিরিক্ত পাস্টিকের বোতল সংগ্রহ করি যা প্রাকৃতিক সুন্দর্যকে ক্রমাগত খারাপ করছে, পরিবেশ ও মাটির উপর প্রভাব পড়ছে, আর এই কারণেই মূলত পর্যটকদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সুস্পষ্ট ভাবে তুলে ধরি।

গত ১০ ফেব্রুয়ারি, ২০২৩ইং তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জের গুলিয়াখালী সী-বীচ, চন্দ্রনাথ পাহাড় ও নাপিত্তাছড়া ঝর্ণাতে পর্যটকদের মাঝে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার্থে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পূর্ন করি।

চট্টগ্রাম সীতাকুণ্ড রেঞ্জের গুলিয়াখালী সী-বীচ, চন্দ্রনাথ পাহাড় ও নাপিত্তাছড়া ঝর্ণাতে পর্যটকদের মাঝে প্রাকৃতিক পরিবেশের ক্ষতিকর দিক গুলো থেকে রক্ষার্থে আমাদের কি করণীয় সেই বিষয়গুলি মূলক প্রাকৃতিক পরিবেশে বিপর্কাযয়ের হাত থেকে রক্ষার্থে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান বাস্তবায়নে কাজ করি, যেখানে আমরা ২০০ এর অধিক পর্যটক দের মাঝে পরিবেশের ভারসাম্য, পরিবেশ কে সতেজ, সুন্দর ও মনোরম রাখতে কাজ করি।

মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস যা প্রাকৃতিক পরিবেশের এক জ্বলন্ত দৃষ্টান্ত। প্রতিটি মানুষ প্রকৃতির সাথে সম্পৃক্ত ও সম্পর্ক যুক্ত। তাই মানুষ চাইলেই প্রকৃতিকে সরিয়ে দিতে পারে না কেননা আমরা প্রকৃতি থেকে আহরণ করি আমাদের জীবিকা। আর এজন্য আমাদের করণীয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ।

Number of participants
25
Service hours
100
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Nature and Biodiversity
Youth Programme
Initiatives
Environment and Sustainability

Share via

Share