পরিচ্ছন্নতার অঙ্গীকার ক্যাম্পেইন
Profile picture for user Rafwan_1
Bangladesh

পরিচ্ছন্নতার অঙ্গীকার ক্যাম্পেইন

বাংলাদেশ স্কাউটস - এর সহযােগিতায় ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ - এর আয়ােজনে অনুষ্ঠিত হয়েছে " পরিচ্ছন্নতার অঙ্গীকার ” । পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ নিতে যােগ দেয় বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন স্কাউট দলের রোভার ও স্কাউট । অনুষ্ঠানে শপথ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়ে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণ মূলক আলোচনা হয়েছিল । ১৪ সেপ্টেম্বর , সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে , উত্তরা ১১নং চৌরাস্তা মোড়, কাকলি বাস স্ট্যান্ড, মৌচাক মোড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায়।
Number of participants
70
Service hours
420
Location
Bangladesh
Topics
Legacy BWF
Youth Engagement
Youth Programme

Share via

Share