পরিবেশের সংরক্ষণে বৃক্ষরোপণ
একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভুমি থাকতে হয়। বাংলাদেশে রয়েছে মাত ১৬ ভাগ। তাই আমাদের দেশে বৃক্ষ রোপনের কেনো বিকল্প নেই বললেই চলে। তার সাথে নগরায়ন ও শিল্প উদ্যোগ এর ফলে আমরা এখন হুমকির সম্মখীন। সকলের উচিত তার নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানো উচিৎ।
সরকারি দেবেন্দ্র কলেজ রোভার ও গার্ল-ইন রোভার ইউনিট এবং মানিকগঞ্জ জেলা রোভার এর উদ্যাগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারি দেবেন্দ্র কলেজ এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম স্যার কমিশনার, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার। আরো ছিলেন জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন স্যার সহকারী কমিশনা, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার। কর্মসূচি টি উদ্বোধন করেন এবং ইউনিট এর গ্রুপ সম্পাদক জনাব মোঃ রাশেদ সরোয়ার স্যার এর নেতৃত্বে কলেজ এর সামনে ও আশেপাশের গাছ লাগানো হয়েছে।
কলেজ এরিয়াতে ঔষধি বৃক্ষ রোপণের করার ফলে উক্ত বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়াবে না, মাটির ক্ষয় রোধ করবে, কলেজের সৌন্দর্য বৃদ্ধি করবে। পাখিদের আহারের ব্যবস্থা হবে। ঔষধি বৃক্ষের উপকারীতা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। পরিবেশের এই ক্রান্তিকালিন সময়ে সকলের একতাবদ্ধ হয়ে পরিবেশ নিয়ে কাজ করার মাধ্যমেই সুদিন ফিরিয়ে আনা সম্ভব। আমরা চাই একটি সবুজ বাংলাদেশ। আমরা চাই একটি বাসযোগ্য পৃথিবী।