পরিবেশের সংরক্ষণে বৃক্ষ রোপণ
একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভুমি থাকতে হয়। বাংলাদেশে রয়েছে মাত ১৬ ভাগ। তাই আমাদের দেশে বৃক্ষ রোপনের কেনো বিকল্প নেই বললেই চলে। তার সাথে নগরায়ন ও শিল্প উদ্যোগ এর ফলে আমরা এখন হুমকির সম্মখীন। সকলের উচিত তার নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানো উচিৎ।
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী সরণে স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে শাহজাহানপুর, বাসাবো এবং মতিঝিল এলাকার রাস্তার ফুটপাত ও আইলেনে গাছ লাগানোর উদ্যেগ গ্রহন করা হয়।
রাস্তার ফুটপাত ও আইলেনে ঔষধি বৃক্ষ রোপণের করার ফলে উক্ত বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়াবে না, মাটির ক্ষয় রোধ করবে, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে। পাখিদের আহারের ব্যবস্থা হবে। ঔষধি বৃক্ষের উপকারীতা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে।
পরিবেশের এই ক্রান্তিকালিন সময়ে সকলের একতাবদ্ধ হয়ে পরিবেশ নিয়ে কাজ করার মাধ্যমেই সুদিন ফিরিয়ে আনা সম্ভব। আমরা চাই একটি সবুজ বাংলাদেশ। আমরা চাই একটি বাসযোগ্য পৃথিবী।