Profile picture for user mishkat184
Bangladesh

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ

বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ দিন দিন গাছ কমে যাওয়া।মানুষ প্রতিনিয়ত অসংখ্য পরিমাণে গাছ কেটেই চলেছে কিন্তু সেই হারে গাছ লাগানো হয়না।এর পরিপ্রেক্ষিতে বৃক্ষ রোপণ কর্মসুচি আয়োজন করা হয়।
আমলা সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভারগণ শিক্ষক মন্ডলিদের সাথে কলেজ প্রাঙ্গনে প্রায় ১০০ টি বনজ,ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করে।
গাছ গুলোর নিয়মিত পরিচর্যা করে বড় করে তুললে পরিবেশ থেকে অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন সরবরাহ করতে পারবে।ফলজ বৃক্ষ হতে ফল পাওয়া যাবে।ঔষধি গাছ বিভিন্ন প্রয়োজনে ব্যাবহার করা যাবে।
রোভারগণ বৃক্ষরোপণ কর্মসুচির মত সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে অনেক দ্রুত সমাজের উন্নয়ন হবে
Number of participants
1
Service hours
8
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Global Support Assessment Tool
Healthy Planet
Nature and Biodiversity
Peacebuilding

Share via

Share