পরিবেশ সবুজায়নের লক্ষ্যে গাছ বিতরণ কর্মসূচি .🌳💚

দিন দিন জলবায়ু পরিবর্তন আমাদের জীবনকে হুমকির মুখে ফেলছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে আমি গাছ বিতরণ উদ্যোগ গ্রহণ করি। স্কাউট হিসেবে প্রকৃতি রক্ষা করা আমাদের কর্তব্য।
আমাদের স্কাউট দল স্থানীয় একটি বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় গাছ বিতরণ সিদ্ধান্ত নেয়। আমরা প্রথমে গাছ সংগ্রহ করি এবং তারপর সবাই মিলে বিদ্যালয়ের শিশুদের পরিকল্পিতভাবে গাছ বিতরণ করি। এরপর প্লাস্টিক রিসাইকেল করে আমরা ফুলের টপে রূপান্তর করি । এই প্রকল্প থেকে আমি শিখেছি, পরিবেশ রক্ষায় ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। দলবদ্ধভাবে কাজ করলে যেকোনো ভালো কাজ সহজ হয়। আমি সহানুভূতি, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি আরও ভালোভাবে আত্মস্থ করেছি।
এই প্রকল্প থেকে আমি শিখেছি, পরিবেশ রক্ষায় ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। দলবদ্ধভাবে কাজ করলে যেকোনো ভালো কাজ সহজ হয়। আমি সহানুভূতি, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি আরও ভালোভাবে আত্মস্থ করেছি।
Number of participants
12
Service hours
6
Beneficiaries
80
Location
Bangladesh
Topics
Civic engagement
Healthy Planet
Nature and Biodiversity

Share via

Share