পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ
বৃক্ষ মানুষের পরম বন্ধু। জীবন ধারণের জন্য বৃক্ষে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের বেঁচে থাকার মূল উপাদানই হচ্ছে অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে। মানুষের অবাধ ও নির্বিচারে গাছ কাটার জন্য প্রতিনিয়তই বৃক্ষ শূন্য হচ্ছে পৃথিবী
আমরা বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার এর উদ্যোগে বৃক্ষ রোপণ কার্যক্রম সম্পাদন করি। দিনব্যাপী বেশ কয়েকটি জায়গায় ঔষধি ও ফলজ বৃক্ষ রোপণ করি। ওষুধি গাছের মধ্যে ছিল নিম, অর্জুন ও সাজনা এবং ফলজ বৃক্ষ ছিল আম, কাঠাল ও পেয়ারা। আমাদের সাথে যুক্ত ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার এর সম্মানিত সম্পাদক ও যুগ্ম সম্পাদক মহোদয়। আমরা স্যারদের সাথে একত্রে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পাদন করেছি।
একটি দেশের মোট ভূভাগের ২৫ ভাগ বনভূমি থাকা উচিত। কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট ভূভাগের মাত্র ১৬ ভাগ। তাই আমাদের অধিকহারে বৃক্ষরোপণ করতে হবে এবং অধিকারে বৃক্ষ রোপনের জন্য গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে।