Profile picture for user hasibul2002
Bangladesh

পরিবেশ রক্ষায় বৃক্ষ পরিচর্যা

পরিবেশ এর অন্যতম প্রধান উপাদান হচ্ছে গাছ। আর এই গাছ এ যখন দেখি বিভিন্ন কীটপতঙ্গ এর আক্রমন এর প্রভাবে গাছ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখনই দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে এগুলো পরিচর্যা করার উদ্যোগ নেওয়া হয়।এ উদ্যোগ কে সাধুবাদ জানায়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার তাদের অনুপ্রেরণায় আমরা এ কাজটি শুরু করি।

গাছের ও প্রাণ আছে। তাদের পরিচর্যা করা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। গাছ বাচলেই মানুষ বাঁচবে। আমাদের শ্বাস প্রশ্বাস এর ক্ষেত্রে গাছ অনেক বড় ভূমিকা পালন করে। আমরা যে অক্সিজেন গ্রহণ করে তা আমরা গাছ হতে পাই। আর যে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করি তা গাছ গ্রহণ করে। তাই বৃক্ষ আমাদের পরম বন্ধু

এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা। বৃক্ষ ধ্বংস হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে মানবজাতি।তাই আমাদের বৃক্ষ পরিচর্যা করতে জনগনকে সচেতন করি

Started Ended
Number of participants
11
Service hours
12
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Clean Energy
Health lifestyles
Better Choice

Share via

Share