Profile picture for user md samiul hasan
Bangladesh

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাছ রোপণ কর্মসূচি

দিন দিন জলবায়ু পরিবর্তন আমাদের জীবনকে হুমকির মুখে ফেলছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে আমি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করি। স্কাউট হিসেবে প্রকৃতি রক্ষা করা আমাদের কর্তব্য।
আমাদের স্কাউট দল স্থানীয় একটি বিদ্যালয়ের প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় গাছ রোপণের সিদ্ধান্ত নেয়। আমরা প্রথমে গাছ সংগ্রহ করি এবং তারপর সবাই মিলে বিদ্যালয়ের সামনে ও আশপাশে পরিকল্পিতভাবে গাছ লাগাই। এরপর বাঁশের তৈরি ঘের দিয়ে প্রতিটি গাছকে রক্ষা করার ব্যবস্থা করি।
এই প্রকল্প থেকে আমি শিখেছি, পরিবেশ রক্ষায় ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। দলবদ্ধভাবে কাজ করলে যেকোনো ভালো কাজ সহজ হয়। আমি সহানুভূতি, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি আরও ভালোভাবে আত্মস্থ করেছি।
Started Ended
Number of participants
8
Service hours
30
Beneficiaries
50
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Clean Energy
Initiatives
Environment and Sustainability

Share via

Share