পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কার্যক্রম

আমাদের আশেপাশে প্রতিনিয়ত মানুষ ময়লা আবর্জনা ফেলছে , এর জন্য পরিবেশ দূষণ হচ্ছে।এই ময়লা আবর্জনা পরিষ্কার করা প্রয়োজন । তাই আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য রেড ক্রিসেন্ট এবং স্কাউটসরা উদ্যোক নেই এবং জনগণকে সচেতন করি।
আমরা আমাদের পরিষ্কার কাজটি করেছি ঢাকা আগারগাঁও থেকে শুরু করে তালতলা পর্যন্ত ।আমাদের ২ টি দল ১. স্কাউট ২. রেড ক্রিসেন্ট , আমরা একসাথে মিলে পরিষ্কার করি এবং জনগণ যেন আবর্জনা না ফেলে তা নিয়ে সচেতন করি । কয়েকজন ঝাড়ু নিয়ে ঝাড়ু দেয় , কয়েকজন বস্তা নিয়ে ময়লা তুলে , কয়েকজন মানুষকে সচেতন করে ।আমরা দলগতভাবে কাজ সম্পন্ন করেছি ।আমরা সফল ভাবে সম্পূর্ণ এলাকা এইভাবে পরিষ্কার করেছি ।
স্কাউট সব সময় পরিষ্কার থাকে। এই কার্যক্রম এর মাধ্যমে অনেক মানুষ সচেতন হয়েছে এবং আমরা এলাকাও পরিষ্কার করেছি । এই কার্যক্রম এর ফলে আনুমানিক ১৫০ জন মানুষ উপকৃত হয়েছে হয়ত এর থেকেও বেশি ।আমরা এইভাবে মানুষকে পরিস্কার থাকতে বলবো এবং নিজেও থাকব । “নিজ অঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি “ ।
Started Ended
Number of participants
8
Service hours
15
Beneficiaries
150
Location
Bangladesh
Topics
Healthy Planet
Health lifestyles
Clean Energy

Share via

Share