Profile picture for user rover scouts
Bangladesh

পরিবেশ পরিচর্যা ও পরিচ্ছন্ন রাখা

যেহেতু স্কাউট একটি আন্দোলন। এটি মানুষের মঙ্গলের জন্য কাজ করে। আমাদের উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ১ মাসে প্রায় ১০ হাজার গাছ রোপন করি।এটি সম্ভব হয়েছে আমাদের উপজেলা প্রশাসনের কারনে। এবং আমাদের স্কাউট লিডারের নেতৃত্বে।এবং সকল সদস্যদের সহযোগিতায়।

উপজেলা প্রশাসনের নেতৃত্ব আমরা প্রকল্পটি কার্যকর করতে পেরেছি। কারন তিনি যদি আমাদের এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করার সুযোগ দিয়েছে।তারেই সাথে আমাদের রোভার স্কাউট লিডার স্যারের নেতৃত্বে আমরা রোবার স্কাউট সদস্যরা প্রকল্পটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।

আমি মনে করি প্রোগ্রামটি থেকে অনেকেই উপকৃত হবেন। কারণ গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ আমাদের বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে তেমনি পরিবেশও সুন্দর হবে।

প্রকল্প থেকে আমি মুলত প্রাকৃতিতে ঘটমান দূর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য গাছ লাগানো উচিত। যত বেশি গাছ লাগানো হবে তত বেশি জলবায়ু পরিবর্তনের আসংক্ষা কমে যাবে। যার ফলে জলবায়ু প্রাকৃতিক নিয়মে চলবে।

Started Ended
Number of participants
28
Service hours
98
Beneficiaries
5000
Location
Bangladesh
Topics
Humanitarian action
Clean Energy
Mental health
Peacebuilding
Initiatives
Health and Wellbeing

Share via

Share