পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম
উক্ত সময়ে বাংলাদেশে এডিস মশার ব্যাপক প্রভাব লক্ষ করা যায়। যার ফলে, শিশু সহ সকল বয়সের মানুষরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়! একসময় এটি ভয়াবহ পরিস্থিতির আকার ধারণ করে। এটি নিধনে আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও এডিস মশার জন্ম বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। এ থেকে আমরা উক্ত কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি ও সুন্দর ভাবে সম্পন্ন করি।
কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে, কাহালু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সকল সদস্যের একত্র প্রচেষ্ঠায় আমরা এ কাজ সম্পন্ন করি। কাহালু উপজেলার বিভিন্ন স্থানে আমরা এ কার্যক্রম চালাই। যেখানে আরএসএল স্যারের ও ইউএনও স্যারের নেতৃত্বে আমরা ৫০ জন স্কাউট কাজ করি। বাড়ির আশে পাশের জঙ্গল পরিষ্কার সহ এডিস মশার উৎপত্তি স্হল ধ্বংশ করি।
পরিবেশ পরিচ্ছন্নতা রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এতে পরিবেশ সুন্দর থাকে ও রোগবালাই থেকে আমরা বাঁচতে পারি। এটা আমি উপলব্ধি করতে পেরেছি। সুন্দর সমাজ ও দেশ গঠনে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সকলের কর্তব্য।