প্রেসিডেন্ট ব্লকবাস্টার্স দল Vs সেক্রেটারি টাইটান্স দল-২০১৯
গত ৬/০৩/২০১৯ ইং বুধবার রাজাশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি (প্রেসিডেন্ট ব্লকবাস্টার্স দল) ও সম্পাদক (সেক্রেটারি টাইটান্স দল) দুই শক্তিশালী দলের মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়ামে এক ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে সেক্রেটারি টাইটান্স দল বীরের মতো লড়াই করে প্রেসিডেন্ট ব্লকবাস্টার্স দলকে ৩-১ গোল করে জয় লাভ করে।উক্ত ফাইনাল ম্যাচকে আরও আকর্ষণীয় ও জমজমাট করে তুলতে আমাদের অনেক আরএসএল সাবেক রোভার ও বিভিন্ন স্তরের রোভার ও গার্ল-ইন-রোভাররা উপস্থিত ছিলেন।খেলার শেষে আমরা নিজেরাই রান্না করে রাতে খাওয়া দাওয়া ও গান-বাজনার আয়োজন করি।