প্রারম্ভিক পর্যায় (সমাজ সেবা ও সমাজ উন্নয়ন)
প্রারম্ভিক পর্যায় (সমাজ সেবা ও সমাজ উন্নয়ন) কার্যক্রমঃ
“সময় এসেছে এখনি সবাই হাতে হাত মিলে একসঙ্গে কাজ করে প্লাস্টিক দূষণ রোধ করি, পৃথিবী নামক গ্রহটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্য ২০টি পরিবারকে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করেছে। প্লাস্টিক দূষণের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সম্পর্কে সচেতন করেছে এবং সেই সাথে এসব প্লাস্টিক পুনঃব্যবহারের বিভিন্ন আইডিয়া শেয়ার করেছে।
অংশগ্রহণকারীদের নাম এবং BS ID :
১। রোভার এ টি এম সামিউল বাসির
BS ID: AA2006
২। রোভার মোঃ হোসাইন জমির
BS ID: AN7713
৩। রোভার মোঃ রাকিবুল হাসান সানি
৪। রোভার ইভান্স এ্যাডলিন এ্যানি
BS ID: AN6706
৫। রোভার এস এম রিদুয়ান আলী সেহান
BS ID: AN6868
৬। রোভার মোঃ রাকিবুল ইসলাম
BS ID: 6753
৭। রোভার রাফিদ আমীন অক্ষর
BS ID: AN-8503
৮। রোভার রহিমা আক্তার রাখি
BS ID: AN8695
ইউনিটঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রপ
#DIUARSG
#PTTCB #AirRegion #BangladeshScouts
#PTTCBadgeBDScouts
#PTTCBadgeWorldScouts