পল্লবী ঝিলপাড় বস্তিতে অগ্নি নিবারণে সহায়তা।

স্কাউটীং করার মূল লক্ষ্য হচ্ছে জনসেবা। আমার দেশ এবং দেশের মানুষের যেকোনো দরকারে আমি সদা প্রস্তুত।
মিরপুর ১২ , ঝিলপাড় মসজিদ এর পাশেই বস্তিতে ভয়াবহ দুর্ঘটনা হয় শেষ দুপুরের ২:৩০ এর দিকে, তারপর সেখানে ফায়ার সার্ভিস এর ৯ ইউনিট ও সেনা বাহিনীর কর্মকর্তারা। তাদের সাথেই তাদের সহযোগিতা করে আমরা সহযোগী হই অগ্নি নিবারণ অভিযানে।
এই ঘটনার থেকে অনেক কিছুই শিখতে পেরেছি, ১-সবাই দলবধ্য হয়ে কাজ করতে হয়। ২- নিজের সুরক্ষা বজায় রেখে অগ্নিকান্ডে সহায়তা করা। ৩- জনগনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া। ৪- এইরকম দূর্যোগে কি কি পদক্ষেপ নিতে হয়।
Number of participants
10
Service hours
3
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Healthy Planet
Personal safety
Humanitarian action

Share via

Share